ছত্তিশগড়: ছত্তিশগড়ের (Chattishgarh) যশপুরে গণেশ পুজোর (Ganesh Pujo) বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা (Accident)। শোভাযাত্রার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। এরপরই শোভাযাত্রায় সামিল মানুষদের পিষে দেয় গাড়িটি। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। পাশাপাশি, ২২ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
গোটা দেশ মেতে উঠেছিল গণেশ বন্দনায়। বাইরের রাজ্যে টানা ১০দিন ধরে চলে বাপ্পার আরাধনা। তবে সেই আনন্দ উৎসবের একেবারে শেষলগ্নে এসে ঘটল দুর্ঘটনা। ছত্তিশগড়ের যশপুরে গণেশ পুজোর বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনার খবর মিলেছে। জানা গিয়েছে, একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রন হারিয়ে শোভাযাত্রার মাঝখানে ঢুকে যায়। এরপরই শোভাযাত্রায় উপস্থিত থাকা মানুষদের কার্যত পিষে দেয় গাড়িটি। এই ঘটনায় ৩ জন গণেশ ভক্তের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Chhattisgarh | Three people died, 22 injured after a speeding uncontrolled car entered a Ganesh idol immersion procession in Jashpur last night. The car driver has been nabbed: Jashpur SP Shashimohan Singh
— ANI (@ANI) September 3, 2025
আরও পড়ুন: শুরু হচ্ছে জিএসটি কাউন্সিল বৈঠক, কী বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা?
ছত্তিশগড়ের এই ঘটনায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে. তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি মাঝে ঢুকে পড়ল সেই বিষয়ও খতিয়ে দেখার চেষ্ঠা করছে পুলিশ।
দেখুন খবর